কোনো দলের সঙ্গেই যোগাযোগ করবে না ইসি’

0
156
Print Friendly, PDF & Email

কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়নি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিএনপিসহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, সামনে কোনো দলের সঙ্গেই যোগাযোগ করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে শেরবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, রাজনৈতিক মাঠে আমাদের দায়িত্ব রেফারির। আমাদের দায়িত্ব হলো নির্বাচনে সবার অংশগ্রহণের লক্ষ্যে লেভেল ফ্লেয়িং ঠিক রাখা।

তিনি বলেন, গণতন্ত্রে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা চাই সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান। আমরা আশাবাদী সকল দল নির্বাচনে অংশ নেবে।

শেয়ার করুন