লালমনিরহাটের কাকিনা ও তুষভাণ্ডার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা রেললাইন তুলে ফেলায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি উল্টে গেছে। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
লালমনিরহাটগামী করতোয়া ট্রেনের চালক নুর ইসলাম নতুন বার্তাকে জানান, তুষভাণ্ডার রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর টেপাটারী এলাকায় এসে কুয়াশার মধ্যে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি প্রায় উল্টে যায়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হন।
রেল লাইনের ফিস প্লেট ও ফিস বোল্ট খুলে লাইন সরিয়ে দেয়ায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেল কতৃপক্ষ।
এ দুর্ঘটনার কারণে বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।