আজ আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ

0
159
Print Friendly, PDF & Email

বুধবার আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে পোশাকশিল্প মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মজুরি বোর্ড ঘোষিত নূন্যতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো মঙ্গলবারও অশান্ত আশুলিয়া শিল্পাঞ্চল। তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় পুলিশসহ শতাধিক। উভয়পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে লাঞ্ছিত ও আহত হন দুই নারী ভিনদেশী পর্যটকও।

শেয়ার করুন