সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ পত্র জমা দেয়ার পরও স্বপদে বহাল থাকা আইনগতভাবে গ্রহণযোগ্য কিনা, এ বিষয়ে জনসাধারণকে স্পষ্ট সাংবিধানিক ব্যাখা দিতে মন্ত্রী পরিষদ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মঙ্গলবার রাষ্ট্রীয় রেজিস্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন আইনজীবী জুলফিকার আলী জুনু।
নোটিশ হিসেবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ জনগণকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা না দিলে হাইকার্টের সংশ্লিষ্ট বিভাগে জনস্বার্থে একটি রিট আবদন দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।