প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত ছাড়াই প্রকাশিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
তিনি জানান, গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় রাজধানীর ৭১ টি কেন্দ্রে ৩৬৮৩৫ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৫১২৮ জন। ভর্তি পরীক্ষায় পাশের হার ১৩.৯২ শতাংশ। ক্রটির কারনে ফল প্রকাশিত হয়নি ৮৩ জনের। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে।
ফলাফল পুন:নিরিক্ষণের জন্য শিক্ষার্থীদেরকে সুযোগ দেয়া হচ্ছে। যারা পরীক্ষার ফলাফল পুনরায় নিরীক্ষণে আগ্রহীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিস দেখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। বিশ্ববদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেন। তবে এই ঘটনার কোন তদন্ত ছাড়াই পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।