সাংবাদিকদের সঙ্গে জয়ের মত বিনিময়ের স্থান পরিবর্তন

0
196
Print Friendly, PDF & Email

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের স্থান পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বিকাল ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠান হওয়া কথা ছিল।

আওয়ীমী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের স্থান পরিবর্তনের কথা নিশ্চিত করে বলেন, সজীব ওয়াজেদ জয় হরতাল সহিংসতায় আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে যাবেন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

এ সময় জয় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

শেয়ার করুন