আগামী ১৫ নভেম্বর থেকে আর থাকছে না ইন্দো-বাংলা পাসপোর্ট বলে খ্যাত আইবিপি। তার পরিবর্তে উভয় দেশের মানুষকেই যার যার দেশের আসল পাসপোর্ট ব্যবহার করতে হবে।
১৯৭২ সালের আগস্টে উভয় দেশের নাগরিকদের মধ্যে চলাচল সহজতর করতে এই বিশেষ পাসপোর্ট প্রবর্তন করা হয়। কিন্তু ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুই দেশের মধ্যে সংশোধিত পর্যটন চুক্তি (আরটিএ) অনুসারে এই পাসপোর্ট বাতিল করে দেয়ার সিদ্ধান্ত হয়। সেজন্য আগামী ১৫ নভেম্বরের পর থেকে এ বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ইতোমধ্যে যাদের আইবিপি পাসপোর্ট ইস্যু করা হয়েছে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেসব কার্যকর থাকবে। এছাড়া ১৫ নভেম্বরের আগ পর্যন্ত যারা এই আইবিপির জন্য আবেদন করেছেন, তাদের পাসপোর্টও দেয়া হবে।
এর আগে ভারতের পক্ষ থেকে দেশটির আসাম, অরুনাচল, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সরকার এই পাসপোর্ট ইস্যু করতো।