পদ নাই, পতাকা আছে!

0
160
Print Friendly, PDF & Email

পদ নাই, পতাকা আছে! পদত্যাগপত্র নিয়ে বিভ্রান্ত্রি!

সব মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘তারিখ ছাড়া পদত্যাগপত্র’ জমা দিয়েছেন।

এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রী যতক্ষণ না গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত মন্ত্রীসভার সদস্যরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করবেন।অনেকে এটাকে লোক দেখানো পদত্যাগ বলে অভিহিত করেছেন্। আরো বলেছেন এভাবে পদত্যাগ করা ও একি সাথে দাপ্তরিক কাজ করা বেআইনি।

জানা গেছে, পদত্যাগপত্রের পত্রের কোথাও তারিখ উল্লেখ করেননি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। পদত্যাগপত্রের বেশির ভাগই একই ভাবে লেখা হয়েছে। পদত্যাগপত্রে বলা হয়েছে মন্ত্রিসভার সদস্য পদ থেকে পদত্যাগের অভিপ্রায় ঘোষণা করছেন। সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সেটি স্বাভাবিকভাবে কার্যকর হয়।

এর আগে গত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার অনুরোধ করেন।

শেয়ার করুন