দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

0
179
Print Friendly, PDF & Email

ফুলবাড়ি উপজেলায় দু’ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার একতা এক্সপ্রেসের সাথে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ি রেলস্টেশনে অবস্থান করছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস লাইন সিগন্যাল ভুল করে একই লাইনে দাঁড়িয়ে থাকা একতা এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ইঞ্জিল ও চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় দুটি ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনা সত্যতা স্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্টেশন মাস্টারের ভুলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন