নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, সব দল অংশ না নিলেও দশম জাতীয় সংসদ নির্বাচন থেমে থাকার কোনো সুযোগ নেই। সংবিধানে বেধে দেয়া সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কশিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা।
তবে সব দল অংশ না নিলে একটা অসঙ্গতি তো থেকেই যাবে। আমরা মনে করি সবাই অংশ নিবে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিবে।
সব দলকে নির্বাচনে আনার জন্য ইসির কোনো কিছুই করার নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ব্যাপারে ইসির কিছুই করার নেই। তবে রাষ্ট্রপতি কিছু করতে পারেন।