পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর ফকিরপাড়া গ্রামে রিয়া খাতুন (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
সে ওই গ্রামের মোঃ মজনু মিয়ার মেয়ে ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
প্রতিবেশী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় মায়ের বকুনি খেয়ে অভিমান করে রিয়া সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।