মাস্টার ব্লাস্টারকে `ধুম মাচালে` উৎসর্গ করলেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট খ্যাত আমির খান। লিটল মাস্টারের অবসর লগ্নে বলিউড সুপার স্টার আমির খান তার আসন্ন ছবি `ধুম থ্রি`-র `ধুম মাচালে` গানটি উৎসর্গ করলেন শচীন টেন্ডুলকারকে।
শুধু তাই নয় আমির জানিয়েছেন শচীনের অবসর তার ভক্তদের মনে অপূরণীয় শূন্যতা তৈরি করবে।
নিজের ছবির প্রচারে সবসময়ই নতুন কিছু করে চমকে দেন আমির। এবার বলিউডের মার্কেটিং জিনিয়াস বহু চর্চিত `ধুম থ্রি`-এর প্রচারে বেছে নিলেন এক অভিনব পন্থা। শচীনের অবসরের কথা মাথায় রেখে আসন্ন ছবির টাইটেল ট্র্যাকটাই ডেডিকেট করলেন ক্রিকেট কিংবদন্তীকে।
আমির বলেছেন “ভারতের গর্ব শচীন। ২৪বছর ধরে তিনি আমাদের আশা জুগিয়েছেন। অনুপ্রেরণা দিয়েছেন। সচিনের অবসর আমাদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা তৈরি করবে। কিন্তু এই সময় এখন আমাদের উচিৎ একজন অসামান্য ক্রিকেটার, একজন আইকন সর্বোপরি একজন অসাধারণ মানুষ হিসাবে মাস্টার ব্লাস্টারের অবসরকে স্মরণীয় করে রাখার।“
শুধু তাই নয় শচীন প্রেমে মগ্ন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট জানিয়েছেন “শচীন তার ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তার প্রতিটা পদক্ষেপে `ধুম` তৈরি করেছেন। পৃথিবীর প্রতিটা ক্রিকেটীয় দেশের প্রতিটা পিচে, প্রত্যেক বোলারের দুঃস্বপ্নে, সারা পৃথিবী জুড়ে তার অগণিত ভক্তদের হৃদয় সবসময়ই শচীন `ধুম`-এ আচ্ছন্ন। তাই আমরা এই জিনিয়াসকে `ধুম মাচালে` গানটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।”