চ্যানেল আইয়ের হুমায়ূন মেলা

0
164
Print Friendly, PDF & Email

নন্দিত কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের কিংবদন্তি ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করা হয়েছে। চ্যানেল আই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। চ্যানেল আইন প্রাঙ্গণেই হবে এই মেলা।

সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেশের সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এবং হুমায়ূন ভক্তরা মেলার উদ্বোধন করবেন।

চ্যানেল আই ও রেডিও ভুমি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত হুমায়ূন মেলা সরাসরি সম্প্রচার করবে। মেলায় হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি কেকও কাটা হবে।

মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটকের গান। গেয়ে শোনাবেন দেশের প্রতিথযশা শিল্পীরা। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজনরা। থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা আয়োজন।
একই দিন রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান স্মরণে হুমায়ুন। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে কথা বলবেন মেহের আফরোজ শাওন, জয়ন্ত চট্টোপাধ্যায় ও এসআই টুটুল। অন্য হুমায়ূন নামের অনুষ্ঠানটি প্রচার হবে এদিন বিকেল সাড়ে ৫টায়। কোনালের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন চ্যানেল আই সেরাকণ্ঠ ঝিলিক, মুগ্ধ, আশিক ও চৈতি।

শেয়ার করুন