বিআরটিসি বাসে আগুন লাগাচ্ছে সরকারের লোক, প্রমাণ আছে : নুরুল কবীর
একটা পার্টির নাম আওয়ামীলীগ, এই দলটি জনতার দল। যেই দলটি প্রতিনিয়ত স্বাধীনতার কথা বলে ভোট চায়, সুবিধা চায় এবং সম্মান চায় । স্বাধীনতার চেতনা হচ্ছে, আমাদের জীবনের সবচেয়ে বড় সম্মানের ও মর্যাদার বিষয়। সেই পার্টির নেতাকর্মীদের সঙ্গে আমার খুব বেশী দেখা হয় না। তবে নানান ¯ত্মরের নেতাকর্মীদের সঙ্গে দেখা হয় । তারা আমাকে গত একমাস ধরে বলছে, আমরা ক্ষমতায় থাকব, কারণ ভারত আমাদের সঙ্গে আছে। স্বাধীনতার চেতনার পার্টি ক্ষমতায় থাকবে বাংলাদেশের মানুষের ভোটে। অপর পার্টি হচ্ছে জাতীয়তাবাদী দল, তারা আমাকে বলে, হাসিনা থাকতে পারবে না, কারণ আমেরিকা আমাদের সঙ্গে আছে। এই উভয় দলের নেতারা সাধারণত বলে না, জনগণ কোন পক্ষে আছে? অর্থাৎ এই দুইটা পার্টি স্বাধীনতার চেতনার পরিপন্থী দল হিসেবে বাংলাদেশে আমাদের মাথার উপর, ঘাড়ের উপর চেপে বসে আছে । তারা আর যা-ই বুঝোক, এই দল দু’টি স্বাধীনতার চেতনা বোঝে না। সেটাকে ব্যবহার করে মাত্র। আর যা-ই বুঝুক জাতীয়তাবাদ বোঝে না। সেটাকে ব্যবহার করে মাত্র। ইংরেজী দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর এসব কথা বলেছেন বেসরকারি চ্যানেল বাংলাভিশনের মধ্যরাতের টকশো ‘নিউজ এন্ড ভিউজ’ অনুষ্ঠানে।







