১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের সমর্থনে সুপ্রিমকোর্টে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা মিছিল সমাবেশ করেছেন।
সোমবার বেলা ১২টার দিকে সুপ্রিমকোর্ট বার ভবন থেকে শতাধিক আইনজীবী একটি মিছিল বের করে। মিছিলটি প্রথমে সুপ্রিমকোর্টের বিভিন্ন চত্বর ঘুরে মাজারগেট দিয়ে বাইরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় আইনজীবীরা মিছিল নিয়ে ফের বার ভবনের সামনে অবস্থান নেয় এবং সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি খালেদা পান্না, অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, রবিউল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল, অ্যাডভোকেট সাইফুর রহমান, ব্যারিস্টার গোলাম নবী ও শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গ্রেফতার নির্যাতন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবির এ আন্দোলন দমন করা যাবে না। কারণ, এ আন্দোলন জনগণের আন্দোলন। দাবি না মেনে নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।









