সাংবাদিক প্রবেশ নিষেধ

0
173
Print Friendly, PDF & Email

মনোনয়নপত্র বিক্রির সময় সাংবাদিকদের ভেতরে প্রবেশ নিষেধ করেছে আওয়ামী লীগ।

সোমবার সকালে এ নিষেধাজ্ঞা আরোপ করে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা।

গুলিস্তান ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন জানান, আমাদের পক্ষ থেকে এ ধরনের নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী বলেন, “সাংবাদিকদের বাধা দিতে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে অফিসের ভিতরে যেন ভিড় না হয় সে কারণে এ ব্যবস্থা করা হয়েছে।”

শেয়ার করুন