বৃহস্পতিবার থেকে উত্তরের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট

0
149
Print Friendly, PDF & Email

আগামী বৃহস্পতিবার থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন ফেডারেশন।

রোববার স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী।

বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারি ও সড়ক-পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে এ ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন ফেডারেশন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের ১৬ জেলায় সকল প্রকার যানচলাচল বন্ধ থাকবে।

সড়ক-পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাইজিংবিডিকে জানান, পরিবহন শ্রমিক নেতা শিমুল বিশ্বাসকে মুক্তি না দিলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন