খালেদার বাসায় খাবার ও পানি সরবরাহ বন্ধ

0
120
Print Friendly, PDF & Email

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে খাবার ও পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে তার বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে কিনা জাতি তা জানতে চায়। বেগম খালেদা জিয়ার বাসায় খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। পুলিশ মিছিলে সরাসরি গুলি চালাচ্ছে। সরকারদলীয় ক্যাডারদের হামলায় এ পর্যন্ত অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে।’

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রবিবার ভোর ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল চলছে।

শেয়ার করুন