বাড়াবাড়ি করলে খালেদা গ্রেফতার

0
172
Print Friendly, PDF & Email

এবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, বাড়াবাড়ি করলে খালেদাকে জিয়াকেও গ্রেফতার করা হবে।

রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি খালেদা জিয়ার প্রতি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে কামরুল আরও বলেন, হরতালের নামে মানুষ হত্যার আন্দোলন করে এখনও যারা বাইরে আছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াসহ তাদেরও গ্রেফতার করা হবে।

‘সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলের ভূমিকা- জনদুর্ভোগের হরতাল ও আগামী সংসদ নির্বাচন’ শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

শেয়ার করুন