আগামী ১৫ই নভেম্বর ঢাকার শাপলা চত্বরে ডাকা মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম। আজ দুপুরে চট্রগ্রামের হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের আমীর আল্লামা আহমদ শফী ওই দিন পবিত্র আশুরা এবং ৩দিন ব্যাপী বিশ্ব ইজতেমার কারণে এই মহাসমাবেশ স্থগিতের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এ ছাড়া সভায় সারাদেশে ঘোষিত সমাবেশ ও মহাসমাবেশের তারিখে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।