বিডিআর হত্যাকাণ্ডের রায়ের একটি অনুলিপি তুলতেই লাগবে ১ লাখ ২০ হাজার টাকা!

0
136
Print Friendly, PDF & Email

পিলখানায় বিডিআর হত্যা মামলার আসামিদের নিজ খরচে রায়ের একটি অনুলিপি তুলতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা করে খরচ লাগবে। আসামিপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শামীম সরদার এ তথ্য জানিয়েছেন।

পিলখানা হত্যা মামলার এ আইনজীবী; জানান, ‘জজ আদালত কর্তৃক আসামিদের দেওয়া সাজার বিপরীতে হাইকোর্টে আপিল করতে রায়ের সার্টিফায়েড কপির (সত্যায়িত অনুলিপি) প্রয়োজন হয়। পিলখানা হত্যাকাণ্ড মামলাটির প্রায় ৪ হাজার পৃষ্ঠা। আদালতে মামলার সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) তুলতে গেলে প্রতি পৃষ্ঠায় আমাদের ৩০ টাকা করে দিতে হয়। সে হিসাবে প্রত্যেক আসামিকে নিজ খরচে একেকটি রায়ের সত্যায়িত অনুলিপি তুলতে হলে এ বাবদ খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ফৌজদারী কার্যবিধির ৩৭১ ধারার বিধানমতে বিনামূল্যে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করেন ফাঁসির দ-প্রাপ্ত ১৩৯ জন আসামি। রায় প্রদানের তারিখ থেকে ৭ দিনের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের কথা রায়ে বলা হয়েছে। কিন্তু রায়ের অনুলিপি না পাওয়ায় তারা এখন পর্যন্ত আপিল দায়ের করতে পারছেন না।’

রোববার আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার, ফারুক আহম্মেদ, রমজান আলী, এমদাদুল হক লালসহ আরো কয়েকজন আইনজীবী আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন। মামলাটির বিচারিক আদালত ড. মো. আখতারুজ্জামান তাদের বলেন যে, রায়ের অনুলিপি পেতে দেরি হলেও আপিল দায়েরে সমস্যা হবে না। কেননা যেদিন রায়ের অনুলিপি সরবরাহ করা হবে অনুলিপিতে সেদিনের তারিখ থাকবে। ওই তারিখ থেকে সাতদিনের মধ্যে আপিল করা যাবে।

অ্যাডভোকেট এমদাদুল হক বলেন, ‘আদালত যথাসম্ভব দ্রুত রায়ের কপি সরবরাহের কথা জানালেও কবে নাগাদ তিনি এ কপি সরবরাহ করতে পারবেন তা বলেননি।

এরপর আইনজীবীগণ মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের কাছে বিষয়টি জানালে তিনি বলেন, ‘মামলাটির রায় বিশাল হওয়ায় সময় লাগবে। কেননা, ৪ হাজার পৃষ্ঠার রায় ৮৫০ আসামিকে দিতে হলে ৩৫ লক্ষ স্ট্যাম্প কাগজের প্রয়োজন হয়। তাতে কম্পোজ করা লাগে। এছাড়া রায়ের তুলনাকারককে ৩৫ লক্ষ কাগজের প্রত্যেক পাতায় স্বাক্ষর করতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন, লোকবল প্রয়োজন। আদালতের সীমিত লোক ও সামর্থ দিয়ে এত দ্রুত সকলকে রায়ের কপি দেওয়া সম্ভব হবে না। তবে কিভাবে রায়ের কপি দ্রুত সরবরাহ করা যায় তা তিনি দেখবেন। ’ফাঁসির দ-প্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩ জন পলাতক আছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান পিলখানা হত্যাকাণ্ড মামলায় ১৫২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- প্রদানের রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এছাড়াও ৪১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৭ জনকে খালাস দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪১৭ আসামির মধ্যে ১৬১ জনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়।

শেয়ার করুন