জনপ্রিয়তা নির্ভর করে দর্শকের ওপর। তারা ভালবাসেন বলেই আমরা আছি। মিডিয়াতে কাজ করছি। দর্শকরাই আমাদের প্রাণ। বলছিলেন অভিনয়শিল্পী নাদিয়া। ব্যস্ত সময় পার করছেন তিনি। ধারাবাহিক বেশ কয়েকটি নাটকে কাজ করছেন।
নাদিয়া বললেন, ‘প্রেমের ১৪৪ ধারা জারি’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। গল্পে দেখা যায় আমি পরিবারের বড় মেয়ে। মা প্রেম-ভালোবাসা বিশ্বাস করেন না। তার মতো করেই আমাকে বিয়ে দিতে চান। তাছাড়া মায়ের কথার বাইরে গিয়ে কিছু করাও সম্ভব হয় না। কিন্তু মায়ের এই কড়া শাসনের মধ্যেও আমি একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। সম্পর্ক হলেও তার সঙ্গে আমার বিয়ে হয় না। একসময় আমার বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে। বিয়ের পর একদিন তার সঙ্গে আমার দেখা হয়। এমন অনেক নাটকীয়তা দেখা যাবে এতে।’দর্শকরাই আমাদের প্রাণ: নাদিয়া
ছোটপর্দায় গুণী এই অভিনেত্রী বলেন, ‘আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে। পাশাপাশি প্রচার চলতি কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছি। সম্প্রতি একটি টেলিফিল্মেরও শুটিং শেষ হয়েছে। এখন সিরিয়াল নিয়েই বেশি ব্যস্ত।’