আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে শুরু হয়েছে দলটির নির্বাচনী প্রক্রিয়া।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে রোববার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি ও শেখ হাসিনার উপদেষ্টা কাজী আকরাম হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসনের জন্য শেখ হাসিনা মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র বিক্রি রোববার সকাল থেকে শুরু হয়ে চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এ সময়ের মধ্যে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে প্রয়োজনে সময় আরো বাড়ানো হতে পারে।