গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনে আসুন

0
156
Print Friendly, PDF & Email

গণতান্ত্রিক পদ্ধতির প্রতি শ্রদ্ধা রেখে সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আগামী নির্বাচনে মনোনয়নের জন্য আবেদন বিক্রি শুরুর আগে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা আশা করি আগামী নির্বাচন হবে উৎসবমুখর এবং বাংলাদেশের সব মানুষ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’

আওয়ামী লীগের ইতিহাস নির্বাচনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস।’ মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাই মনোনয়নপত্র জামা দিলেই মনোনয়ন পাবেন না। আমরা চাই সৎ, দক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আশা করবো সব রাজনৈতিক দল তাদের মনোনয়ন দেয়ার প্রক্রিয়া শুরু করবে। সরকার জানুয়ারির মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে দেশবাসীকে নতুন সরকার উপহার দেবে।’

আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবেদনপত্র বিক্রি করা হবে। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকার বিনিময়ে আবেদন সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন