সরকার বিরোধী নেতাদের খুন করতে পারে

0
149
Print Friendly, PDF & Email

সরকার একতরফা নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের বেছে বেছে খুন করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ। এ কারণেই শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ তাকে হত্যার জন্য ধাওয়া করেছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, “সরকার গণঅভ্যুত্থান আতঙ্কে ভুগছে। সে অভ্যুত্থান ঠেকাতেই বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করেছে।’’

নির্দলীয় সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ১৮ দলের ৮৪ ঘণ্টা হরতালের শুরুতে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তার নামে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা কুমিরের কান্নার মতো। এখন প্রশ্ন জাগে, এই নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা করছে কি না। দেশের জনগণ তা জানতে চায়।’’

দেশের বর্তমান এই উদ্ভুত পরিস্থিতিতে সরকারই দায়ী উল্লেখ করে রিজভী বলেন, ‘‘জনগণের অভ্যুত্থানের ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠছে।’’

পুলিশকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘‘আপনারা কার গায়ে গুলি করছেন। তারা তো আপনাদেরই ভাই।’’ পুলিশকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

হরতাল প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘সারা দেশের মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেতে রাজপথে নেমে এসে হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফলতায় পরিণত করেছে।’’

শেয়ার করুন