বড় বোনের সহায়তায় ধর্ষিত ছোট বোন

0
314
Print Friendly, PDF & Email

নিজের আপন ছোটবোনকে গ্রামরে বাড়ি থেকে ঢাকায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করেছে এক বড়বোন। ছোটবোন ১২ বছর বয়সী অন্তু জানিয়েছে তাকে বাধ্য করে দীর্ঘ দিন যাবৎ এমন কাজ চালিয়ে যাচ্ছে বড় বোন মাফিয়া।

এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। বেসরকারি টিভি একুশের এক প্রতিবেদনে ঘটনাটি উঠে আসে।

ছোট বোন অন্তু অভিযোগ করে, তাকে ডাক্তার বানানোর কথা বলে গ্রাম থেকে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করেছে আপন  বড় বোন।

সে জানায়, আপুর কথায় লেখাপড়া করার জন্য ঢাকায় আসি। আপুর মালিবাগের বাসায় থাকি এক সাথেই। সেখানে আসার কিছুদিন পর থেকে তাকে জোর করে যৌন কাজে বাধ্য করা হয়।

বড় বোন মাফিয়াও ঘটনাটি স্বীকার করেছে। তিনি বলেন, “অন্তুর লেখাপড়ার খরচ জোগানোর জন্য ২ মাস ধরে যৌন কাজে বাধ্য করিয়েছি তাকে। সে এ কাজে রাজী ছিল না।”

ঘটনা জানার পর পুলিশ এসে অন্তুকে উদ্ধার করে ও মাফিয়াকে গ্রেপ্তার করেছে। অন্তু নিজে বাদি হয়ে বড় বোনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

এদিকে অন্তুর মা জানিয়েছেন, অন্তুর বড় বোন লেখাপড়ার কথা বলে তাকে ঢাকায় নিয়ে যায়। এর পর কী হয়েছে তা তিনি জানেন না।

শেয়ার করুন