জেলার কালকিনিতে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী হেমায়েত সরদার নামে এক যুবককে গণধোলাই দিয়ে তার চোখ উৎপাটন করেছে।
গুরুতর অবস্থায় শনিববার সকালে হেমায়েতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌর এলাকার গোপালপুর গ্রামের আরজআলী সরদারের ছেলে হেমায়েত সরদার বাড়ির পাশের পুকুর পাড়ে ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় এলাকাবাসী যুবতীর চিৎকারে এগিয়ে আসে এবং তাকে গণধোলাই দিয়ে চোখ তুলে ফেলে।
ভুক্তভোগী জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে আনা হয়েছে। বিয়ে না করে রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ওই যুবতী শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধুমমাড়া ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের এলাহি বক্সের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেমায়েতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে