সিংড়ায় আধিপত্যের লড়াইয়ে নিহত এক \ আহত ৩

0
897
Print Friendly, PDF & Email

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পূর্ব বিরোধ ও বামিহাল বাজারে আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে আফজাল হোসেন গ্রম্নপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির মত্‍স্যজীবি দল নেতা আব্দুল কুদ্দুস গ্রম্নপের সেলিম (৪২) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন৷ শনিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে৷ এসময় আহত আশংকাজনক গুলিবিদ্ধ নাজিম উদ্দিনকে (২৮) গুরম্নতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত সেলিম বামিহাল গ্রামের মৃত: আহম্মদ আলী হাজীর ছেলে৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, আধিপত্য বিসত্মার, বামিহাল বাসষ্ট্যান্ডের চাঁদাবাজি, চলনবিলের বিসত্মীর্ণ এলাকার জেগে ওঠা খাস জমি ও খাস জলাশয়ের দখল নিয়ে বামিহাল দশোপাড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও বামিহাল কলেজপাড়া এলাকার উপজেলা মত্‍স্যজীবি দলের সভাপতি আব্দুল কুদ্দুস গ্রম্নপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এর জের ধরে শনিবার সকালে সেলিম ও নাজিম উদ্দিন বামিহাল বাজার চা পান করা অবস্থায় প্রতিপক্ষ আফজাল সমর্থকরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ এ সময় ঘটনাস্থলেই মারা যায় কুদ্দুস সমর্থক সেলিম ও আহত হয় আরো ৩জন৷ আহত গুলিবিদ্ধ নাজিমকে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার শারিরিক পরিস্থিতি অবনতি হলে তাকে উন্নত চিকিত্‍সার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়েছে৷ তবে চিকিত্‍সক জানান তার অবস্থায় আশংকামুক্ত নয়৷ আহত অপর দু’জন হলো নিহতের ভাই আসাদুল (২৬) ও মোহাম্মদ আলী আকন্দ (৭৫)৷ তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্‍সা দেয়া হচ্ছে৷
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েয়ে৷ বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয় গ্রম্নপের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ ৯/১০জন পঙ্গু ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন৷ বাড়ি ছাড়া রয়েছে বেশ কয়েকটি পরিবার৷
এদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়েজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের লাশ ময়না তদনত্মের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ বর্তমানে এলাকার পরিস্থিতি শানত্ম রয়েছে৷

শেয়ার করুন