নেত্রকোনার বিএনপি নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ১৮ দলকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়ার ভাবনা আওয়ামী লীগের দুঃস্বপ্ন মাত্র। রবিবার থেকে সারাদেশে ৭২ ঘন্টা হরতাল কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে শেখ হাসিনা সরকারকে বাধ্য করা হবে। যেকোনো মূল্যে তাদের নীল নকশা নির্বাচন প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৫টায় কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান, বিএনপি নেতা সেকুল ইসলাম খান, মোঃ বিল্লাল হোসেনসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।