খালেদার বাসার সামনে মহিলা পুলিশ

0
155
Print Friendly, PDF & Email

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ঘিরে শুক্রবার রাত থেকে অবস্থান নেয়া বিপুলসংখ্যক পুলিশের বহরে শনিবার যোগ হয়েছে সাদা পোশাকের পুলিশের মহিলা সদস্য।

শনিবার দুপুর ১২টার পরপরই সাদা পোশাকের পুলিশের সদস্য সংখ্যা বেড়ে যায়। তবে কেন এই অতিরিক্ত পুলিশ সে বিষয়ে তারা কোনো কথা বলতে রাজি হননি। বলেছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন।

দেখা গেছে, বাসার বিপরীত দিকে সাদা পোশাকের পুলিশের মহিলা পুলিশ সদস্যরা গাড়িতে অবস্থান নিয়েছেন।

এর আগে শুক্রবার দুপুরে বিরোধী জোটের হরতাল ঘোষণার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

এরপর রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে বের হয়ে আসার সময় তার উপদেষ্টা ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু ও তার একান্ত বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে মহিলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নিলে খালেদা জিয়া গ্রেপ্তার হচ্ছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অবশ্য সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতার ‘নিরাপত্তার স্বার্থে’ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন