নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে মো. সেলিম হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। সেলিম হোসেন মৎস্যজীবী দলের নেতা বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলায় আওয়ামী লীগ নেতা আফাদ উদ্দিন ও বিএনপি নেতা কুদ্দুসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এতে মৎস্যজীবী দলের নেতা সেলিম হোসেন ঘটনাস্থলে নিহত হন।