জেএসসি: ৩ দিনের পরীক্ষা পেছাল

0
188
Print Friendly, PDF & Email

হরতালের কারণে জেএসসি ও জেডিসির তিন দিনের পরীক্ষা পিছিয়েছে।

জেএসসির ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

বিরোধী দলের হরতালের ঘোষণা পর শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষার সময় পুনর্নির্ধারণের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

হরতালের সমালোচনা করে তিনি বলেন, “আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে। হরতালে ছেলে-মেয়েদের ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষার সূচি পেছানো হল।”

“সংকীর্ণ দলীয় স্বার্থে হরতাল দেয়া হচ্ছে। এই পথ ছেড়ে আন্দোলনের অনেক পথ আছে, তা গ্রহণ করুন,” বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি।

শেয়ার করুন