সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ১৪ দলের মনিটরিং সেল

0
190
Print Friendly, PDF & Email

সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসী মহাজোটের শরিক ১৪ দল। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচন উত্তর সময়ে দেশের বিভিনস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিহত করতে মনিটরিং সেল গঠনের জরুরি সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে পাবনার সাঁথিয়ার ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শনে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপিত নিমচন্দ্র ভৌমিকসহ একটি প্রতিনিধি দল।

পরিদর্শন টিমের একজন সদস্য অভিযোগ করেন বলেন, ওই হামলা ঘটনার নেতৃত্বদানকারী একজন ব্যক্তি প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সমর্থক বহরে দেখা যায়। ওই ব্যক্তিকে দেখে পরিদর্শন টিমের কাছে এই অভিযোগ করেন ওই এলাকার কয়েকজন ব্যক্তি।

তবে বৈঠক সূত্র জানায়, প্রতিমন্ত্রী এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে পারে। তবে, এর যদি কেউ ওই হামলার ঘটনার সাথে যুক্ত থাকে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে’।

শেয়ার করুন