রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে সরকার প্রতি পদে পদে মিথ্যাচার এবং জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ‘সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের জবাবে’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, “প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ার কথা বলে রামপালের পক্ষে সংসদে যুক্তি দেখিয়েছেন, কিন্তু আমরা বলতে চাই সেখানে সুন্দরবন নেই এখানে আছে, মূলত এটাই পার্থক্য।”
সরকার বিভিন্নভাবে মিথ্যাচার করছে উল্লেখ করে মতবিনিময় সভায় বক্তারা বলেন, “সুন্দরবনকে ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া হিসেবে উল্লেখ করলেও এর ক্ষতি সত্ত্বেও এই বিদ্যুৎকেন্দ্র করতে চায় সরকার।”
এসময় ভারতীয় কোম্পানি এনটিপিসি’র সমালোচনা করে আলোচকরা বলেন, “পরিবেশ দূষণের জন্য সেখানেই তারা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারেনি, তাহলে এখানে পারবেন কিভাবে?”
বক্তারা আরো বলেন, “সরকার আন্দোলনের জন্যই জাতীয় কমিটির অভিযোগের জবাব দিয়েছে, কিন্তু জবাব দিতে গিয়ে তারা যে জালিয়াতির আশ্রয় নিয়েছে তা থেকেই বোঝা যায় তারা সুন্দরবন ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে।”
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গবেষক, পরিবেশকর্মী, সমাজকর্মী, শিক্ষক, ও সাংবাদিকদের উপস্থিতিতে মূল বক্তব্য পাঠ করেন প্রকৌশলী কল্লোল মোস্তফা।









