খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়েছে সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। ক্লাস ও পরিক্ষা নেয়ার দাবিতে তারা রোববার সকাল ৯টার দিকে তালা দিয়ে ভবনের সামনে অবস্থান নেয় ।
সূত্র জানায়, কুয়েটের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী বিরুদ্ধে বেশ কয়েকমাস আগে শাস্তিমূলক ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। ওই ছাত্রী হাইকোর্টে শাস্তির স্থগিতের আদেশ পান। কিন্তু সিভিল বিভাগ শাস্তি বাস্তবায়ন না হলে ক্লাস ও পরিক্ষা নেবে না বলে জানিয়ে দেন।
সেই থেকে ওই বিভাগের শিক্ষার্থীরা পরিক্ষা গ্রহণ ও ক্লাসের দাবিতে আন্দোলন করছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, সকালে অফিসে এসে দেখি প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে শাস্তি দেয়া নিয়ে প্রায় ছয়মাস জটিলতা চলে আসছে বলে জানান তিনি।
নগরীর খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, কুয়েটে আন্দোলন হচ্ছে কিনা এমন খবর পাওয়া যায়নি। তবে একটি বিভাগের ক্লাস ও পরিক্ষা নিয়ে বেশ কয়েকমাস আন্দোলন হয়েছে।
কুয়েটের উপাচার্য প্রফেসর ড. আলমগীর হোসেন সেলফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।