‘মায়ে একবার, পোলা একবার’

0
145
Print Friendly, PDF & Email

বিএনপির সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,‘‘বিএনপি সরকার কেবল খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। মায়ে খায় একবার, পোলা খায় একবার, খোকা বাবু খায় একবার।’’

তিনি বলেন, মহাজোট ক্ষমতায় আসার পরে রাজধানীতে হাতিরঝিল প্রকল্পের বাস্তবায়ন করেছি। যাত্রাবাড়ি ফ্লাইওভার করেছে। বিএনপি সরকার কেবল খাওয়া নিয়ে ব্যস্ত। আপনারা ক্ষমতায় আসলে ঢাকার এমন সৌন্দর্য করতে পারতেন না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

শেয়ার করুন