বিএনপির পক্ষে মওদুদের সংবাদ সম্মেলন বিকেলে

0
236
Print Friendly, PDF & Email

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ সংবাদ সম্মেলন করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে আরপিও সংশোধনী, সংবিধানের আলোকের বর্তমান সরকারের বৈধতা এবং গত ২৭ অক্টোবর পর থেকে সরকারের গ্রহীত সকল প্রকার কর্মকান্ড সাংবিধানিকভাবে কেন অবৈধ নয় তার ব্যাখ্যাসহ চলমান রাজনীতিতে আইনী প্রক্রিয়াকে অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে অবহিত করা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন