ব্যবসায়ীদের সমর্থন চেয়েছেন খালেদা

0
134
Print Friendly, PDF & Email

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ব্যবসায়ীদের সমর্থন চেয়েছেন। পাশাপাশি এই সরকারকে সহযোগিতা না করারও আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা। ব্যবসায়ী প্রতিনিধি দলে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ছাড়াও সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আকরাম হোসেন, একে আজাদ, আনিসুল হক, এমএ কাশেম, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি আবুল কাশেম আহমেদ, মো. আলী, জসিম উদ্দিন, দেওয়ান সুলতান আহমেদ, কামাল উদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি রোকেয়া আফজাল, এফবিসিসিআই’র পরিচালক আবদুল হক, আনোয়ার সাদাত সরকার, বজলুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ, সাফকাত হায়দার, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আনোয়ার হোসেন, আবু মোতালেব, কোহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, আবদুর রাজ্জাক, জালাল উদ্দিন, একেএম শাহিদ রেজা, শফিকুল ইসলাম ভরসা, এমএ মোমেন, আবদুল ওয়াহেদ, জালাল উদ্দিন আহমেদ ইয়ামীন, হারুণ উর রশিদ, কেএম আখতারুজ্জামান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শাহজালাল মজুমদার, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, আবদুল মোক্তাদির, কাজী শাহনেয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ, ড. এম ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, উপ-অর্থ বিষয়ক সম্পাদক এসএম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন