নওগাঁয় ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত ও নওগাঁর ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের দ্বিতল একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন

0
152
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
“সমবায়ে সামাজিক নিরাপত্তা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে৷ সকালে জেলা সমবায় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সমবায় অফিস চত্বরে গিয়ে শেষ হয়৷ র্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুল মালেক এমপি৷ সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শনিবার জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ইব্রাহিম হোসেন, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ অজয় কুমার সাহাম, সমবায় পরিদর্শক কাজী আরিফ, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এ্যাডঃ কাদের মন্ডল, নওগাঁ মাল্টিপারপাস সমবায় সমিতির নির্বাহী পরিচালক মাসুদ রানা, অপ্রকাশি মাল্টিপারপাস সমবায় সমিতির নির্বাহী পরিচালক এস,এম জুয়েল, সমবায়ী আইরিন পারভীন ও ছাবেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন৷ পরে ৮ জনকে নওগাঁ মাল্টিপারপাস সমবায় সমিতির উদ্যোগে ৮ জনকে চিকিত্‍সা ও শিক্ষা বাবদ এক কালীন অনুদান প্রদান করা হয়৷#

নওগাঁর ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের দ্বিতল একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে৷ শনিবার বেলা ১১টায় ১ কোট ২৭ লাখ টাকা ব্যয়ে শিৰা প্রকৌশল অধিদপ্তরের বাসত্মবায়নে উপজেলার সর্ববৃহত্‍ শিৰা প্রতিষ্ঠান ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের চারতলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার৷ পরে কলেজ চত্ত্বরে ওই কলেজের ১৪ জন অবসরপ্রাপ্ত শিৰক-কর্মচারীর বিদায়, ৫ জন নব নিযুক্ত শিৰক-কর্মচারীর বরণ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়৷ এ উপলৰে এক আলোচন সভা ওই কলেজের অধ্যৰ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত৷ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার,উপজেলা চেয়ারম্যান মো.দেলদার হোসেন,পৌর মেয়র মো.আমিনুর রহমান,সাবেক অধ্যৰ মো.মোসত্মাফিজুর রহমান,অবসরপ্রাপ্ত সহঅধ্যাপক আলহাজ্ব আব্দুল গনি মন্ডল,সহঅধ্যাপক মো. শফি উদ্দিন,প্রভাষক মোসফেকা খানম প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওই কলেজের শিৰক রেজাউর রহমান বাবু,মোসফেকা খানম,আফরোজা বেগম,মো.হারম্নন আল রশীদ৷

শেয়ার করুন