শাপলা অভিযানে প্রায় ছয় মাস আগে যেখান থেকে বিতাড়িত হয়েছিল, সেখানেই মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
শনিবার বিকেলে হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজত আয়োজিত এক সমাবেশ থেকে আগামী ১৫ নভেম্বর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।
হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়নে এ সমাবেশের ঘোষণা দেয়া হলো। ঢাকার সমাবেশের আগে সংগঠনটি ৭ নভেম্বর সিলেটে ও ৮ নভেম্বর খুলনায় সমাবেশ করবে। আর শাপলা চত্বরের সমাবেশ শেষে ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে ইসলামী সম্মেলন করবে।
নানুপুর জামিয়া ওবাইদিয়ার পরিচালক আল্লামা সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে সমাবেশ থেকে এসব কর্মসূচি সফলে নেতাকর্মীদের শপথ গ্রহণ করানো হয়।
শপথে বলা হয়, সরকার কর্তৃক উত্থাপিত ক্বওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন বাতিল, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঈমান-আক্বিদা রক্ষার ১৩ দফা দাবি বাস্তবায়ন ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং সরকারের ষড়যন্ত্র থেকে কওমী মাদ্রাসা রক্ষায় শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এসব কর্মসূচি সফল করতে প্রত্যেক নেতাকর্মী কাজ করার শপথ নিচ্ছে।
এই সমাবেশে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।