সোমবার ভোর ছটা থেকে বুধবার সন্ধ্যা ছটা পর্যন্ত আবারো টানা ৬০ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে আঠারো দলীয় জোট। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে এই কর্মসূচি দিয়েছে ১৮ দল। গণমাধ্যম ও হজ্ব যাত্রী পরিবহন; অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস হরতালের আওতা মুক্ত রাখা হয়েছে। তবে, জেএসসি পরীক্ষা আওতামুক্ত থাকবে কিনা এমন প্রশ্নের কোন জবাব দেননি মির্জা ফকরুল।







