রাতে খালেদার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

0
228
Print Friendly, PDF & Email

আজ শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্যবসায়ীদের র্শীষ সংগঠন এফবিসিসিআই নেতৃবৃন্দ।

শনিবার রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাক্ষাতের এ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। বিএনপি নেত্রীর মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান রাইজিংবিডিকে জানান, ব্যবসায়ীরা, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের চলমান সঙ্কট নিয়ে কথা বলবেন।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন। চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজনেতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে এ সাক্ষাৎপর্ব বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন