হরতালে পেছাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

0
214
Print Friendly, PDF & Email

হরতালের কারণে পেছাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পূর্ব ঘোষিত সময়ানুসার ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হরতালের কারণে পরীক্ষায় সময়সূচিতে পরিবর্তন আসবে। তবে পরিবর্তিত সময়সূচি এখনও নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে রোববার পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

শিক্ষামন্ত্রী, সচিব, বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে সিধান্ত নেয়ার কথাও জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান।

প্রসঙ্গত, শিক্ষা বোর্ডের পূর্ব ঘোষিত সময়ানুসারে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।

শেয়ার করুন