সরকার ও বিরোধীদলের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই চলমান পরিস্থিতি নিরসন সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শনিবার গাজীপুরের মৌচাকে পঞ্চম জাতীয় স্কাউট অ্যাগোনরীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।
চলমান পরিস্থিতি নিয়ে সংলাপের আশা প্রকাশ করে স্পিকার বলেন, ‘আমরা দেখছি যে, একটি আলোচনার দিকে যাচ্ছে। কাজেই আমি আশা করি সরকার ও বিরোধীদলের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই চলমান পরিস্থিতি নিরসন সম্ভব।’
পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এনডিসি সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- এক্সটেনশন স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভাপতি নাজমা শামস, অ্যাগোনরী চিফ ও অর্থনৈতিক বিভাগের সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ৮৫টি স্কুলের ৮৬০ জন শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা অংশ নেন। পরে প্রধান অতিথি অ্যাগোনরীতে অংশ নেয়া শিক্ষার্থীদের তাবু ঘুরে ঘুরে দেখেন।
এসময় স্পিকারের সঙ্গে স্কাউটসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।