অবশেষে সচল হয়েছে গুলশানে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসায় লাল ফোনটি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্তৃপক্ষ ও বিরোধীদলীয় নেতার সহকারী শিমুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকেলে বিরোধীদলীয় নেতার সহকারী শিমুল বিশ্বাস বাংলামেইলকে বলেন, ‘বিটিসিএলের লোকজন এসে লাল ফোন ঠিক করে দিয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার বাসার লাল ফোনটি বিকল ছিল।’
ফোনালাপের আগে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছিলেন লাল টেলিফোন নষ্ট হওয়ার ‘অজুহাত’ দেখিয়ে দুপুরে ফোন রিসিভ করেননি বেগম খালেদা জিয়া।
এদিকে ফোনটি ঠিক হয়েছে বলে জানান বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ। তিনি বাংলামেইলকে বলেন, ‘আজ আমাদের কর্মীরা লালফোনটি ঠিক করে দিয়ে এসেছে। তবে রোববার বিকেল ৫টা পর্যন্ত ওই বাসায় প্রবেশ করারই অনুমতি পাননি বিটিসিএলের কর্মীরা। গণভবনে রেড টেলিফোনের মূল এক্সচেঞ্জটি রয়েছে। মূল এক্সচেঞ্জ, গুলশান এক্সচেঞ্জেও কোনো ত্রুটি ছিল না।’
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে খালেদা জিয়ার রেড টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, ওই টেলিফোনটি দীর্ঘদিন থেকেই অচল। পরে প্রধানমন্ত্রী মোবাইল ফোনে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলার সময় বিষয়টি সম্পর্কে বলেন, ‘আমি বিটিসিএলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজ নেব।’