চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাকানোর পর ঢাকা টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশী টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। তিনি ১৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। যেখানে ১২টি চারের মার ছিল।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় সেঞ্চুরির হাকালেন কক্সবাজারের ‘ছোট্ট চেহারা’র এই ব্যাটসম্যান। ১৬৯ বলে ১২টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেন মমিনুল।
এই সেঞ্চুরির করার পথে দুটি রেকর্ডও গড়েছেন মমিনুল। দুই টেস্টের সিরিজে কোনো বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান এখন তারই। রেকর্ড গড়ার পথে তামিম ইকবালকে পেছনে ফেলেছেন তিনি। তাছাড়া দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি চার মারারও নজির গড়ছেন মমিনুল।