জয়পুরহাটে ১৪৪ ধারা ভেঙে বিএনপির মশাল মিছিল

0
136
Print Friendly, PDF & Email

জয়পুরহাট শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে মশাল মিছিল করেছে শহর বিএনপির সাবেক সভাপতি ফয়সল আলিম সমর্থিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানা সংলগ্ন ওয়েস্টার্ন প্লাজা থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনিকল সড়কে গিয়ে শেষ হয়।

এসময় শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

উল্লেখ্য, শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

শেয়ার করুন