নিষেধাজ্ঞা অমান্য করে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে নেওয়া মঞ্চ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে চার রিকশা ভর্তি সরঞ্জাম নিয়ে আসা হলে পুলিশ সব জব্দ করে নিয়ে যায়। এসময় চার রিকশাচালককেও আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, যেহেতু নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি নেই তাই সরঞ্জামাদি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বিএনপি নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করার অনুমতি চাইলে ১৩ শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে খালেদা জিয়ার নির্দেশে পল্টনেই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।