নওগাঁয় দিনের বেলা চালককে খুন করে ভুটভুটি ছিনতাই
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে দিনের বেলা ছুরিকাঘাতে খুন হওয়া অঙ্গাত যুবকের পরিচয় পাওয়া গেছে৷
সে নওহাটা মোড় অটো ভুটভুটি মালিক শ্রমিক সমিতির সদস্য ও নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন উত্তরপাড়া গ্রামের খিতিষ চন্দ্রর ছেলে সিবেশ চন্দ্র (৩০) ৷
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির কাউয়ামারী ধনজইল গ্রামীন সড়কের রাবনা ব্রীজ সংলগ্ন ঈশ্বরপুর মাঠে খুনের ঘটনাটি ঘটে৷ স্থানিয় লোকজন ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন তরফদার জানান, বুধবার বিকেলে সাড়ে ৫ টার দিকে রাবনা ব্রীজ সংলগ্ন ঈশ্বরপুর মাঠে পৌছলে অঙ্গাত ৩ জন যাত্রী সিবেশ চন্দ্রকে উপর্যপুরি ছুরিকাঘাত করে৷ মৃতু্য নিশ্চিত করে তারা ভুটভুটি নিয়ে পালিয়ে যায়৷ খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাটি থানা পুলিশকে জানান৷ নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে নওহাটা মোড়ে নিয়ে আসলে ভুটভুটি চালক ও মালিকরা খুন হওয়া যুবকের মৃতদেহ চিনতে পেরে বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহটি ভুটভুটি চালক সিবেশ চন্দ্র (৩০) বলে সনাক্ত করে৷ নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হান্নান জানান, ভুটভুটি ছিনতাই করার জন্যই চালক সিবেশকে হত্যা করা হয়েছে৷ এব্যাপারে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷
গতকাল বৃহস্পতিবার লাশ পোষ্টমর্ডেমের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
“সর্বজনীন দৃষ্টি সেবা, নিয়মিত চোখ পরীক্ষা করুন” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব দৃষ্টি দিবস ২০১৩ পালিত হয়েছে৷ সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে শেষ হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম৷ গতকাল বৃহস্পতিবার সকালে অরবিস ইনস্টারন্যাশনালের সহযোগিতায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল এর আয়োজন করে৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরিফুর রহমান, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ অসীম কুমার পল, ডাঃ রেশমা সুলতানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছার রহমানস, হাসপাতালের ম্যানেজার রঞ্জন চক্রবর্তীহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে৷ পরে শহরের ড্যাফোডিলস স্কুলের প্রায় সাড়ে ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের বিশেষজ্ঞ চক্ষু চিকিত্সক দ্বারা বিনামুলে চক্ষু পরীক্ষা করা হয়৷#
নওগাঁয় বিএনপির সংগ্রাম কমিটি গঠন
২৫ অক্টোবরকে ঘিরে উত্কন্ঠা
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
২৫ অক্টোবরকে ঘিরে নওগাঁর সর্বত্র আতংক বিরাজ করছে৷ বিএনপি ও আওয়ামীলীগ ওই দিন মাঠ দখলের ঘোষনা দিয়ে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে৷ এলক্ষ্যে তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে বৈঠক করে নেতা কর্মিদের মাঠ দখল করে আধিপত্য জানান দেয়ার নির্দেশ দিয়েছে৷ এদিকে বিএনপি-জামায়াত রাস্তায় কোন নৈরাজ্য করলে তা প্রতিহত করার হুমকি দিয়েছে আ’লীগ ও সহযোগী সংগঠন গুলো৷ এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে৷ এদিকে নাশকতা ঠেকাতে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷
আজ শুক্রবার কে ঘিরে নানা আতংক, উদ্বেগ আর উত্কন্ঠা বিরাজ করছে নওগাঁ বাসীর মধ্যে৷ বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা ১৮ দলীয় ঐক্য জোটে সমন্বয় সভায় সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খানকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে৷ এদিকে ২৫ অক্টোবরের মধ্যে জেলার সব উপজেলার ও পৌরসভার সংগ্রাম কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেয়া হয়েছে৷ এনিয়ে জেলার বিভিন্ন স্থানে কমিটি গঠনের লক্ষ্যে নেতা কর্মীরা সাংগঠনিক তত্পরতা চালিয়ে যাচ্ছে৷
জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানান, ইতিমধ্যে নওগাঁয় ৫১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে৷ তবে ২৫ অক্টোবর সকাল থেকে জেলা শহর ও উপজেলা গুলোর প্রধান সড়কে ১৮ দলীয় নেতা কর্মীরা অবস্থান করবে৷ শান্তিপূর্ণ পরিবেশে তারা আন্দোলনের মাধ্যমে একতরফা পাতানো নির্বাচনের বিরুদ্ধে জনমত জাগিয়ে তুলবেন৷ এ আন্দোলনে কেউ বাধা দিলে জনগনকে সঙ্গে তারা প্রতিহত করবেন৷#
নওগাঁয় জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় মাজার-খানকা, হেফজখানার প্রতিনিধি,খতিব ও ইমামদের নিয়ে জেলা ইমাম সম্মেলন’২০১৩ অনুষ্ঠিত হয়েছে৷ ইমলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কেডি সরকারী স্কুল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ জেলা কাযর্ালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মাযহারুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম খাঁন৷ অন্যান্যদের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন,ইসলামিক ফাউন্ডেশন প্রধান কাযর্ালয়ের অডিট সেলের উপ-পরিচালক এবিএম শফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সহসভাপতি একিউএম ওয়াহিদুল ইসলাম খাঁন বাদশা,সহকারী পরিচালক একেএম জাকিউজ্জমান, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম,পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক,মাওলানা রমজান আলী, প্রমুখ৷
সম্মেলনে ইসলামের অপব্যাখ্যা, অপপ্রচার, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও বর্তমান প্রেক্ষাপটে ওহাবী, কাদিয়ানী ও মওদুদবাদ ইজম সম্পর্কে নানা দিক তুলে ধরে বক্তারা বলেন এসব থেকে পরিত্রানের জন্য ইমাম,খতিব ও বিভিন্ন ধমর্ীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে৷