মুক্তি পেয়ে দেশে ফিরল চার বাংলাদেশি কিশোর

0
155
Print Friendly, PDF & Email

শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর, হাকিমপুর, (দিনাজপুর):
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের দুর্গাপুর জুভেলিয়ান হোমে সাজা ভোগের পর চার বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠানো হয়েছে৷ আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সেদেশের ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশ তাদের বাংলাদেশের দিনাজপুরের হিলি চেকপোষ্টের মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের কাছে হসত্মানত্মর করেন৷
এরা হলেন, মাদারীপুর জেলা সদরের কুনত্মিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে ইসমাইল খান (১৬), একই জেলা সদরের চরচাষাড় (জালালপুর) গ্রামের লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার (১৬), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের খুদিরাম রায়ের ছেলে অনিমেষ চন্দ্র রায় (১৭) এবং একই গ্রামের সাধন চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায় (১৬)৷
ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশের ইনচার্জ (ওসি) পরেশ মন্ডল জানান, সাজাপ্রাপ্তরা ২০১১ সালের ৮ জুলাই পঞ্চগড় জেলার তেতুলিয়া সীমানত্ম এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে৷ এসময় বিএসএফ তাদের আটক করে থানায় মামলা দেয়৷ পরে আদালত তাদের প্রত্যেককে দুই বছর করে সাজাভোগের নির্দেশ দেয়৷ তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়৷ আজ বৃহস্পতিবার তাদের উত্তর দিনাজপুরের দুর্গাপুর জুভেলিয়ান হোম থেকে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হসত্মানত্মর করা হয়েছে৷
মুক্তিপ্রাপ্ত অনিমেষ চন্দ্র রায় জানায়, আমরা ভারতে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য ভারতে গেলে বিএসএফ আটক করে পুলিশে দেয়৷ সেখানকার হোমে দুই বছর দুই মাস ১৫দিন থাকার পর ছাড়া পেলাম৷ আমাদের মত যেন কেউ আর এই ভূল না করে৷
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজামুদ্দিন বলেন, ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশ বাংলাদেশি চার কিশোরকে আমাদের কাছে হসত্মানত্মর করলে পরে তাদের অভিভাবকদের কাছে হসত্মানত্মর করা হয়৷

শেয়ার করুন